অনলাইন রির্পোট :

লটারির নামে হাটহাজারী থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা শিরোনামে গত ২৩ ডিসেম্বর দৈনিক পূর্বকোণ পত্রিকার সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩টি সিএনজি আটক করেছে।

এসময় হাটহাজারীর মেখল নিবাসী টিকিট বিক্রয়কারী আবুল কাশেম, মো. জুয়েল, মো. রাশেদ প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম গতকাল রবিবার পৌরসদরের কাচারি সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা থেকে লটারি টিকিট বিক্রয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে ৩টি সিএনজি আটক করে।

ইউএনও জানান, সিএনজি তিনটি আটক করে তিনজনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সিএনজি ৩টি আটক রাখা হয়। মালিকদের নিকট থেকে দণ্ড/মুচলেকার বিনিময়ে হস্তান্তর করা হবে। যে-কোন প্রকার প্রতারণামূলক লটারি ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here